"ছুরিকাঘাতে শ্যালক হত্যা, দুলাভাই গ্রেফতার | সময় সংবাদ"
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ছুরিকাঘাতে শ্যালককে হত্যার অভিযোগে মোহাম্মদ হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, শনিবার রাতে আকমল আলী সড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ মামুন। তিনি ওই এলাকার মতন মেম্বারের বাড়ির মোহাম্মদ জামালের ছেলে।
জানা যায়, দুই পক্ষের মধ্যে ঝগড়া চলাকালে মামুনকে ছুরিকাঘাত করেন চাচাতো বোনের জামাই মোহাম্মদ হাসান। এরপর মামুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামুনের স্ত্রী রুমা আক্তার ইপিজেড থানায় মামলা করেন।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, রোববার রাতে ইপিজেড এলাকা থেকে হাসানকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।