"ফের করোনা শনাক্ত ১০০ ছাড়ালো | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
দেশে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে আজ শনাক্ত হয়েছে ১০৯ জন। যদিও মাসের প্রথম ১২ দিনে এখনো কারো মৃত্যু হয়নি। নতুন ১০৯ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। আর মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৮০ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৭৭৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
সবশেষ এ বছরের ২৫ মার্চ ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ৫ মে শনাক্ত হয়েছিলেন সর্বনিম্ন ৪ জন।