"নরসিংদীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৪ | সময় সংবাদ"
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে রায়পুরার হাসনাবাদ লেভেলক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী পিকআপে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।
নিহতরা হলেন নেত্রকোণা পূর্বদলা থানার সুজাত, শাহিন ও অজ্ঞতানামা আরো দুইজন। আহতরা হলেন আনারুল, শাজাহান ও শহিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার দুপুর দেড়টর দিকে একটি পিকআপ রায়পুার উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে নরসিংদীর দিকে ফিরছিল। ওই সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেনটি আমিরগঞ্জের হাসনাবাদ লেভেলক্রসিংয়ে পৌঁছালে পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন ও অজ্ঞাত আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটানায় আহত শাজাহান বলেন, রায়পুরার রাধাগঞ্জ বাজারে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে ফিরছিলাম। এর মধ্যে দুর্ঘটনা। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাদির বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করে প্রথমে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে মর্গে পাঠানো হয়।