"ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ | সময় সংবাদ"
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে ঢাকায় যাওয়ার পথে রাজেন্দ্রপুর স্টেশনের কাছে পৌঁছলে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
জয়দেবপুর স্টেশন মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।