কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৫, ২০২২

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিহত | সময় সংবাদ

 

"কনটেইনার ডিপোতে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিহত | সময় সংবাদ"

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে সৃষ্ট আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মীর মৃত্যু হয়েছে। 


রোববার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য জানান। 


তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন কর্মী। এরমধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতদের মধ্যে একজন মনিরুজ্জামান (৩২)। রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করেন তার মামা মীর হোসেন। মনিরুজ্জামান সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোট থানার শামসুল হকের ছেলে তিনি। 


মীর হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে ভাগনের লাশ শনাক্ত করেছি। তার দুই বছরের একটি মেয়ে আছে। মনিরুজ্জামান আমার বড় বোনের ছোট ছেলে।


তিনি আরও বলেন, গত শুক্রবার আমার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল। তার কর্মস্থল কুমিরায় গিয়েছিলাম। ছবিও তুলেছি। একসঙ্গে খেয়েছি। ৭-৮ বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছে। দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে। এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল। তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি নাঙ্গলকোটে থাকে।




Post Top Ad

Responsive Ads Here