"লেকে ভেসে উঠল ২ ছাত্রের লাশ | সময় সংবাদ" |
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়ে সিটি কর্পোরেশনের লেক থেকে শুক্রবার বিকেলে দুই মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ ও জাকির হোসেনের ছেলে মিহাদ। তারা পশ্চিম দেওভোগ মাদরাসার ছাত্র ছিল।
পরিবার সূত্র জানায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি কর্পোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। কিছুক্ষণ পর একজনের লাশ লেকের পানিতে ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে আরেকজনের লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।