বসুরহাট পৌরসভার ২০২২/২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা | সময় সংবাদ
আবু সাঈদ শাকিল, নোয়াখালী প্রতিনিধি:
আজ( ৮ই জুন বুধবার২০২২ইং) বিকেল ৩ টায় পৌরসভা কার্যালয়ে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৮৬ কোটি ৯১ লক্ষ ২১ হাজার ৫০৪ টাকার বাজেট পেশ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্যাহ,বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ, কাউন্সিলর হারুনর রশীদ শাহেদ,মাজহারুল হক তৌহিদ, সোহাগ হাজারী,নুরনবী সবুজ,এবিএম ছিদ্দিক,আবুল হোসেন আরজু,মোঃ রাসেল,জসিম উদ্দীন তালুকদার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরবৃন্দ।
এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র। বিশেষ করে কিশোর গ্যাং দমনের সিদ্ধান্ত গ্রহণ করেন মেয়র।
পৌরসভার নাগরিক যাতে তাদের নাগরিক অধিকার রক্ষা পায় যে কোন সুবিধা-অসুবিধায় তিনি পৌরবাসীর পাশে থাকবেন। গ্যাস এবং বিশুদ্ধ পানির অচিরেই পৌরবাসী সুফল ভোগ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুরহাট শঙ্কর বকশি খালের পাশে ওয়াকওয়ে বাইপাস সড়ক এবং মির্জা টাওয়ার মেগা প্রকল্পের কথা তিনি উল্লেখ করে বলেন এই কাজগুলো করতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে।
বিশেষ করে স্বপ্নপুরী দিঘী মার্কেটও মির্জা টাওয়ার এগুলো থেকে যে ইনকাম আসবে সেই ইনকাম পৌরসভার কোষাগারে যোগ হলে পৌরবাসীর ট্যাক্স অনেকটাই কমে যাবে।