নিজেকেই বিয়ে করছেন এই তরুণী, কারণ জানলে অবাক হবেন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০২, ২০২২

নিজেকেই বিয়ে করছেন এই তরুণী, কারণ জানলে অবাক হবেন | সময় সংবাদ

 

"নিজেকেই বিয়ে করছেন এই তরুণী, কারণ জানলে অবাক হবেন | সময় সংবাদ"

আন্তর্জাতিক ডেস্ক


কোনো পাত্রের সঙ্গে বিয়ে করার ইচ্ছে নেই। তবে কনে সাজার সাধ আছে ষোলো আনা। তাহলে কী করে হবে ইচ্ছেপূরণ? ভারতের গুজরাটের ২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু তার এই ‘সমস্যা’র একটি সমাধান খুঁজে পেয়েছেন।


বিয়ে তিনি করছেনই। আগামী ১১ জুন সেই শুভদিন। তবে সেদিন কনে সেজে তিনি সাত পাকে ঘুরবেন নিজের সঙ্গেই! ক্ষমার বিয়ের আসরে সবই থাকবে। কনে, কন্যাদান, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, বিয়ের মন্ত্র— সবকিছুই। শুধু বর থাকবে না। থাকবে না দল বেঁধে আসা বরযাত্রীরাও। কারণ কনে বিয়ে করবেন নিজেকে। গাঁটছড়াও বাঁধবেন নিজের সঙ্গেই।


এমন ‘নিজগামী’ সম্পর্ক গুজরাট আগে দেখেনি। অন্তত তেমন কোনো রেকর্ড পাওযা যাচ্ছে না। তবে ক্ষমা জানিয়েছেন, সম্ভবত ভারতেও এমন ‘নিজগামিতা’ আগে কখনো হয়নি। অনেক তথ্য ঘেঁটেও তিনি ভারতে এমন নো নারীকে পাননি যিনি নিজেকেই নিজে বিয়ে করেছেন।


কিন্তু নিজেকে বিয়ে করার কথা মাথায় এল কীভাবে? প্রশ্নের জবাবে ক্ষমার পাল্টা প্রশ্ন, আমরা নিজেরা নিজেদের ভালবাসতে পারি, আর বিয়ে করতে পারি না? তিনি আরো জানান, তিনি নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসেন। আর তার সেই ভালবাসা জাহির করতে কোনো লজ্জা নেই।


ক্ষমার যুক্তি, বিয়ে দু’টি মানুষের ভালবেসে একসঙ্গে থাকার কথা বলে। আমি যদি নিজেকে ভালবাসি তাহলে নিজেকে বিয়ে করতে আপত্তি কোথায়’ কিন্তু সুখ-দুঃখে পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার! 


আরো পড়ুন> মৃত্যুর আগে ঢাবি ছাত্রীর চিরকুটে লেখা, ‘আমার একটা ব্যর্থ জীবন’


নিজগামী বিয়েতে কি সেই প্রতিশ্রুতি পালন করা সম্ভব? এ নিয়ে ক্ষমা জানিয়েছেন, বিয়ের দিন আমি নিজেকে নিঃশর্ত ভালবাসার অঙ্গীকার করব, আমি যেমন সেভাবে নিজেকে মেনে নেয়ার অঙ্গীকার করব। এমনকি, প্রয়োজনে নিজের পাশে থাকারও অঙ্গীকার করব’


ক্ষমার প্রশ্ন, বিয়েতে আর কি চাওয়ার থাকতে পারে?


ক্ষমা জানিয়েছেন, তার এই একা-বিয়েতে সম্পূর্ণ সমর্থন রয়েছে তার বাবা-মায়ের। তারা দু’জনেই খোলা মনের মানুষ। তবে গুজরাটের কনে জানিয়েছেন, তার এই নিজগামিতার আরো একটি লক্ষ্য রয়েছে। তিনি প্রমাণ করতে চান, মেয়েরা পুরুষের উপর নির্ভরশীল নন। তারা স্বয়ংসম্পূর্ণ।


১১ জুন গুজরাটের গোত্রীর এক মন্দিরে নিজেকে বিয়ে করবেন ক্ষমা। বিয়ের জন্য পাঁচটি অঙ্গীকারও লিখে রেখেছেন তিনি। তবে তিনি উত্তেজিত বিয়ের পরের কথা ভেবে। বিয়ের পর দু’সপ্তাহের মধুচন্দ্রিমায় নিজের সঙ্গে গোয়ায় ঘুরতে যাবেন তিনি। সেই ক’দিনের পরিকল্পনা নিয়েই আপাতত ক্ষমা মশগুল।




Post Top Ad

Responsive Ads Here