বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপনে তোলপাড়, অবশেষে ক্ষমা প্রার্থনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০৭, ২০২২

বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপনে তোলপাড়, অবশেষে ক্ষমা প্রার্থনা | সময় সংবাদ

 

"বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপনে তোলপাড়, অবশেষে ক্ষমা প্রার্থনা | সময় সংবাদ"

আন্তর্জাতিক ডেস্ক 


একটি অশালীন বিজ্ঞাপন ভারতে তোলপাড় সৃষ্টি করেছিল। লেয়ার শট বডি স্প্রে’র ঐ বিজ্ঞাপনের কারণে ভারত সরকারের ভর্ৎসনার মুখেও পড়তে হয় সংস্থাকে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষমা চাইল তারা। একই সঙ্গে নিজেদের বিজ্ঞাপন নিয়ে সাফাইও দিল।


কী ছিল বিজ্ঞাপনে? সম্প্রতি আইপিএল চলাকালে লেয়ার ব্র্যান্ডের ‘শট’ নামে একটি বডি স্প্রের বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে বলতে দেখা যায়, ‘আমরা চারজন আর ও একা। শট কে নেবে?’। এটিকে ধর্ষণের নামে রসিকতার ইঙ্গিত হিসেবেই দেখছে মানুষ। 


সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ঘিরে ঝড় বয়ে গেছে। এ রকমই দ্বিতীয় একটি বিজ্ঞাপন তৈরি হয়েছে শপিং মলের মধ্যে। সেখানেও যুবকদের ‘ইঙ্গিত’ ভালো চোখে নেয়নি নেটিজেনরা।


এরপর তুমুল বিতর্কের মধ্যে টুইটার ও ইউটিউবকে লেয়ার শট বডি স্প্রে’র বিজ্ঞাপনটি তুলে নেয়ার নির্দেশ দেয় ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। চিঠিতে মন্ত্রণালয় জানায়, ঐ বিজ্ঞাপনে নারীদের অসম্মান করা হয়েছে। এমনকি যৌন হেনস্তাকেও উসকানি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পারদ যখন চূড়ায়, তখন নিজেদের ভুল স্বীকার করল ডিও প্রস্তুতকারক ব্র্যান্ডটি। টুইটারে তারা লেখে, আমাদের বিজ্ঞাপন অনেককেই আঘাত করেছে। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী।


তারা আরো জানায়, সব অনুমতি পাওয়ার পরই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো নারীর ভাবাবেগে আঘাত করতে কিংবা অপমান ও অসম্মান করতে চাইনি। এরপরই তারা নিশ্চিত করে এরই মধ্যে মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বিজ্ঞাপনটি আর সম্প্রচার না করে।






Post Top Ad

Responsive Ads Here