![]() |
সড়ক নিয়মনীতির সচেতনতায় কমাতে পারে দূর্ঘটনা | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
দেশের সিংহভাগ জেলা ও উপজেলায় সড়ক দূর্ঘটনার প্রধান কারন হচ্ছে অসাবধনাতা এবং দ্রæত গতিতে মটরযান চালানো। বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনার গড় হার অনেক বেশি। সম্প্রতী চালক ও আরোহীদের নানাবিধ সড়ক নিয়মনীতির বিষয়ে সতেনতাসহ বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
গতকাল রবিবার বিকেল ৪.৩০টার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরএমপি'র ট্রাফিক বিভাগ মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচীর আয়োজন করে। ওই অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে তিনি নিজেই অসুরক্ষিত মোটরসাইকেল চালক ও আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেন এবং সড়কের সকল নিয়মনীতি পালন করার অনুরোধ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট না পরার কারণে সড়ক দূর্ঘটনায় মারা যাচ্ছে। কেউ বা গুরুতর আহত হচ্ছে, আবর কেউ সারা জীবনের জন্য পঙ্গ হয়ে পরিবার ও সমাজের কাছে বোঝা হয়ে বেচেঁ আছে। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কিন্ত সচেতনতা সৃষ্টি হচ্ছে না। যার কারনে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মসূচি সহ ৫শত হেলমেট বিতরণ করা হবে। পরিশেষে কমিশনার বলেন, এরপরে কেউ যদি হেলমেট ব্যবহার না করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই কর্মসূচীতে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।