"বছিলায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে | সময় সংবাদ" |
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা আবাসিক এলাকার একটি জুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সোমবার রাত ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যন্ড সিভিল ডিফেন্স।
এর আগে, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মাসুদ রানা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বছিলায় সিটি ডেভেলপমেন্ট হাউজিংয়ে একটি জুতার কারখানায় আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।