আর্জেন্টিনার উচ্ছ্বাস দেখে নেইমার বললেন ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০৩, ২০২২

আর্জেন্টিনার উচ্ছ্বাস দেখে নেইমার বললেন ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ | সময় সংবাদ

 

"আর্জেন্টিনার  উচ্ছ্বাস দেখে নেইমার বললেন ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ | সময় সংবাদ"

স্পোর্টস ডেস্ক 

ইউরোপ চ্যাম্পিয়নদের হারানোর মধ্য দিয়ে লিওনেল স্কালোনির দলের মুকুটে যোগ হলো নতুন পালক। এরপরই শুরু হয় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনা ফুটবল দলের এই উচ্ছ্বাস মাঠ গড়িয়ে ড্রেসিংরুমে যেন আরও তীব্রতা বেড়েছে!


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’


আর্জেন্টিনার ফুটবলারদের এমন উদযাপন স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। শুধু কি তাই? মন্তব্য করেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও!


ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদযাপনের ভিডিও। সেখানে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের কটাক্ষ করে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’


ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ ব্যতীত ব্যক্তি ও খেলোয়াড়ি জীবনে মেসি ও নেইমার খুবই কাছের বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন তারা। এখন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে। যেখানে মেসি ছাড়াও অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসদের সঙ্গে খেলেন নেইমার। তারপরও এই কমেন্টের পর সম্পর্কে ভাটা পড়বে কি-না কে জানে!




Post Top Ad

Responsive Ads Here