সব বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১২, ২০২২

সব বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী | সময় সংবাদ

" সব বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী | সময় সংবাদ"


নিজস্ব প্রতিবেদক


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সব বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। কোনো ছাত্র-ছাত্রী স্কুলে না এলে তাদের পিতা-মাতার কাছে মোবাইলে ম্যাসেজ চলে যাবে।


শনিবার দুপুরে গাজীপুরে কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মোজাম্মেল হক বলেন, দশম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে না পারে তার জন্য উদ্যোগ নিতে হবে। 


লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদেরকে সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন। 


নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।




Post Top Ad

Responsive Ads Here