মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক নিষিদ্ধ জাল উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ১৫, ২০২২

মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক নিষিদ্ধ জাল উদ্ধার | সময় সংবাদ

মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক নিষিদ্ধ জাল উদ্ধার | সময় সংবাদ
মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক নিষিদ্ধ জাল উদ্ধার | সময় সংবাদ







মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ


কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) দুপুর হতে বিকাল পর্যন্ত হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় সাড়ে ছয় লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়। এসময় মাছের চাই ও তিনটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যায়।



কাপ্তাই হ্রদের আসামবস্তি, বরাদম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুৃঁইয়া অভিযানের নেতৃত্ব দেন।



হ্রদে তিনঘন্টাব্যাপী অভিযান চলাকালে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই থানার সীমান্তবর্তী আসামবস্তি, বড়দাম প্রভৃতি এলাকা হতে অবৈধভাবে পাতানো ও ব্যবহৃত ৩ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১ লক্ষ ৮০ হাজার মিটার মশারী জাল, ৯০ হাজার মিটার সুতার জাল, ৭০ হাজার চরঘেরা জাল, মাছের চাই ১৮০ টি এবং ০৩টি বৃহৎ আকারের মাছের ঝোপ ও ঝাঁক ভেঙ্গে অপসারণ করা হয়।


অভিযানে সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী ও রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইরফানুর রহমান অংশ নেন। কাপ্তাই হ্রদে নিষিদ্ধকালীন সময় নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম ভুঁইয়া।


উল্লেখ্য, হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে তিন মাস সকল ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করে জেলা প্রশাসন।



Post Top Ad

Responsive Ads Here