হাওর অঞ্চলের উন্নয়নে সরকার স্থায়ী প্রকল্প গ্রহণ করছে: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

হাওর অঞ্চলের উন্নয়নে সরকার স্থায়ী প্রকল্প গ্রহণ করছে: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ

 

"হাওর অঞ্চলের উন্নয়নে সরকার স্থায়ী প্রকল্প গ্রহণ করছে: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার স্থায়ী প্রকল্প গ্রহণ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।


বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।


এনামুল হক শামীম বলেন, হাওরের উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে ঐ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন। স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে হাওর অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট দূর হবে। তারা হাসি মুখে ফসল ঘরে তুলতে পারবে।


তিনি আরো বলেন, হাওর রক্ষায় সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হাওরের মানুষের মুখে স্থায়ী হাসি দেখতে চান। এ কারণে তিনি হাওরে স্থায়ী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন।


উপমন্ত্রী বলেন, সারাদেশে নদীভাঙন রোধে বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এ মহাপরিকল্পনার ৮০ ভাগ কাজই পানিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যা থাকবে না।






Post Top Ad

Responsive Ads Here