দোয়ারায় ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের মৃত্যু দাবীর চেক বিতরণ করা হয়েছে | সময় সংবাদ |
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলায় অবস্থান রত ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর বীমা গ্রহীতার মৃত্যু দাবীর চেক বিতরণ করা হয়েছে। বীমার মালিক স্মৃতি রানী দাস মৃত্যু বরণ করার কারণে, মৃত্যু ব্যাক্তির চেক তার স্বামী মনিন্দ্র দাস(গরুল দাস) এর হাতে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর চেক প্রধান করা হয়েছে।
বুধবার দুপুরে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর অফিসে, অফিস ইন্চার্জ গোল আহমেদ এর সভাপতিত্বে ও অজয় তালুকদারের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীমার চেক তুলে দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথির উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর জোনাল অফিসার রুহুল আমিন সাহ, সহকারী জোন প্রধান ওয়াহিদ রেজা, এজেআই গৌছুল ইসলাম, এছাড়াও বীমা কোম্পানির প্রতিনিধি দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে উপজেলা সদরের নৈনগাঁও গ্রামের মনিন্দ্র দাসের স্ত্রী স্মৃতি রানী দাস ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে ১ লক্ষ টাকার একটি বীমা করেন।
ইতিপুর্বে স্মৃতি রানী দাস ৮০ হাজার টাকা জমা করারপর তিনি দুইটি চেকে ৫০ হাজার টাকা বোনাস পান। বাকি টাকা জমা দেয়া সম্পুর্ন হওয়ার আগেই তিনি মৃত্যু বরণ করেন। ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী স্মৃতি রানী দাস মৃত্যু পর মৃত্যু দাবীর ১লক্ষ ৮৭ হাজার ৪ শত টাকার চেক তার পরিবারের হাতে তুলে দেন।