রোহিঙ্গাদের দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

রোহিঙ্গাদের দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত | সময় সংবাদ

 

"রোহিঙ্গাদের দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত | সময় সংবাদ"

কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে সলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বুধবার (১৫ জুন) রাত ১২টার দিকে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।


উখিয়ার ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি।


তিনি বলেন, বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির একপর্যায়ে হঠাৎ সলিম নামে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবকের গায়ে গুলি লাগে। খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।


কী কারণে এই গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত–তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান মো. নাইমুল হক।


উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




Post Top Ad

Responsive Ads Here