অভিমানী বউ বাড়ি না ফেরায় শ্বশুরকে অপহরণ করে রাকিবুল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

অভিমানী বউ বাড়ি না ফেরায় শ্বশুরকে অপহরণ করে রাকিবুল | সময় সংবাদ

 

"অভিমানী বউ বাড়ি না ফেরায় শ্বশুরকে অপহরণ করে রাকিবুল | সময় সংবাদ"

রংপুর প্রতিনিধি 


অভিমানী বউ বাড়িতে ফিরে না আসায় রাগে-ক্ষোভে শ্বশুরকে অপহরণ করে জামাই। পরে পুলিশ অভিযান চালিয়ে আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার ও জামাইকে গ্রেফতার করে।


সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের আকুবের পাড়ায় এ ঘটনা ঘটে।


পীরগঞ্জ থানার এসআই অনন্ত সরকার জানান, ৪ মাস আগে আকুবের পাড়া গ্রামের সোবহান আলীর ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ছোট রসুলপুরের জয়নাল আবেদীনের মেয়ে তাসনিম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। বিয়ের দেড় মাস পর তাসনিম রাগ করে বাবার বাড়ি চলে যান।


রাকিবুল বারবার তাসনিমকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তাসনিম জানান, শ্বশুর-শাশুড়ি তাকে নিতে না যাওয়া পর্যন্ত তিনি বাবার বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে স্ত্রী তাসনিম, তার বাবা জয়নাল আবেদীন ও ভাই মশিউর রহমানকে হুমকি দেন। এক পর্যায়ে সোমবার রাতে রাকিবুল লোকজন নিয়ে শ্বশুর জয়নাল আবেদীনকে মুখে গামছা পেঁচিয়ে অপহরণ করেন।


এক প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিক ৯৯৯-এ কল দিলে রাতেই পুলিশ অপহৃত জয়নালকে একটি নির্জন স্থান থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় রাকিবুলের নামে মামলা করেছেন জয়নালের ছেলে মশিউর। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।




Post Top Ad

Responsive Ads Here