![]() |
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল | সময় সংবাদ |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি ছাত্রদলের দেশ বিরোধী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, কটুক্তি মুলক বক্তব্য ও প্রাননাশের হুমকির প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলা শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ডাকবাংলোর
সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন ও ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতা মো. নূর উদ্দিন, এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি আমরুমিয়া, সাধারণ সম্পাদক সায়রুজ্জামান সোহেল প্রমুখ। ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতা মো. নুর উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।