"ট্রাকচাপায় প্রাণ গেল নারী শ্রমিকের | সময় সংবাদ"
জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় নূর জাহান নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর জাহান বেগম কামালপুর ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।
বকশীগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, স্থলবন্দর এলাকায় পাথর নামানোর সময় কয়েকজন মহিলা ট্রাকটির নিচে ছায়ার জন্য আশ্রয় নেয়। পাথর নামানো শেষে চালক ট্রাকটি চালু করলে অন্য মহিলারা দ্রুত নিচ থেকে চলে যায়। কিন্তু নূর জাহান বেগম বয়স্ক হওয়ায় তার একটু সময় লাগে। এ সময় ট্রাকটি নূর জাহান বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।