"ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছন। এ ছাড়া আহত হয়েছেন দুই বাসের ১৫ যাত্রী।
সোমবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১৫ জন রোগী আমাদের হাসপাতালে এসেছে। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ডা. তাহমিনা।