পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম পুনর্বিবেচনা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৭, ২০২২

পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম পুনর্বিবেচনা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী | সময় সংবাদ

 

"পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম পুনর্বিবেচনা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হবে। জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল, ততদিন সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করেনি। অবস্থার পরিপ্রেক্ষিতে দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।

শুক্রবার রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।



 

তিনি আরো বলেন, ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল। এবারো পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা করা হবে।


এর আগে, শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, জ্বালানি তেলের দাম বাড়বে। তবে সেই বৃদ্ধির মাত্রা হবে ‘যৌক্তিক’ এবং ‘সহনীয়’। এর কয়েক ঘণ্টার মধ্যেই ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here