সাজেকে বিষাক্ত সাপের কামরে ১ জনের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৬, ২০২২

সাজেকে বিষাক্ত সাপের কামরে ১ জনের মৃত্যু | সময় সংবাদ

সাজেকে বিষাক্ত সাপের কামরে ১ জনের মৃত্যু | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে সুখেন চাকমা সাপের কামড়ে মৃত্যু বরন করেছে। 


গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘরের বাইরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোন সুফল হয়নি। শনিবার (৬ আগষ্ট) রাত ২টার সময় তার নিজ বাড়িতে মৃত্যু হয়। 


স্থায়ীয় কার্বারী বিশ্ব মুনি চাকমা বলেন, সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, সচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেছেন। 


এদিকে পরিবারের এক মাত্র সন্তান সুখেন চাকমার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। 


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এই ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারনা চালানো হবে যাতে আগামীতে এই ধরনের আর কোন ঘটনা যেন না ঘটে।



Post Top Ad

Responsive Ads Here