"লালপুরে বেজির জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বিধবার মৃত্যু | সময় সংবাদ"
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলায় বেজির জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা রানী শীল নামে এক বিধবার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিনা রানী শীল একই গ্রামের মৃত সমর চন্দ্রশীলের স্ত্রী।
মৃত রানী শীলের ছেলে শুভ শীল জানান, খামারে বেজি ঢুকে ১২০টি মুরগি মেরে ফেলেছে। এজন্য বেজি মারাতে খামারের চারপাশে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন তার মা। সোমবার বেলা ১১টার দিকে অসাবধানতাবশত ঐ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।