রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আধুনিক বিজ্ঞানাগারের উদ্বোধন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৮, ২০২২

রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আধুনিক বিজ্ঞানাগারের উদ্বোধন | সময় সংবাদ

রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের আধুনিক বিজ্ঞানাগারের উদ্বোধন | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এর বিজ্ঞান ভবনে বিজ্ঞানাগারের আধুনিকায়ন শুভ উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৮ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞানাগারের আধুনিকায়ন শুভ উদ্বোধন করেন।


আধুনিক, বিজ্ঞান সম্মত ও তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নবনির্মিত বিজ্ঞান ভবনে বিজ্ঞানাগার আধুনিকায়ন করা হয়েছে। 


এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞানাগারসমূহ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য ব্রীজের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক এই বিজ্ঞানাগারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক, তথ্যপ্রযুক্তিগত ব্যবহারিক দক্ষতা, মননশীল জ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে যে কোনো উন্নয়নমূলক কর্মকান্ডে লেকার্সের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।


প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ আধুনিক এই বিজ্ঞানাগারের আধুনিকায়নে অর্থায়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


Post Top Ad

Responsive Ads Here