"কুমিল্লায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | সময় সংবাদ"
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পৃথক দুটি স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া মহালক্ষ্মী গ্রামের মোরশেদ আলমের মেয়ে।
সোমবার দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মী পাড়া গ্রামে পানিতে ডুবে লামিয়া আক্তার নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায় লামিয়া। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের পানিতে মরদেহ ভাসছে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আজ দুপুরে কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে প্রিয়া দাস (৭) নামে অপর এক কন্যাশিশুর মৃত্যু হয়। সোমবার দুপুর ২টায় বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের জগদাসার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া দাস বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের জগদাসার গ্রামের প্রবাসী সমির দাসের মেয়ে। সে জগদাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
আগানগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন বলেন, প্রিয়াসহ আরো দুই শিশু পুকুরে গোসল করতে গেলে প্রিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে প্রিয়ার মরদেহ উদ্ধার করে।