বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করলো কিশোর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করলো কিশোর | সময় সংবাদ

 

"বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করলো কিশোর | সময় সংবাদ"

বগুড়া প্রতিনিধি


বগুড়ার শেরপুরে স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন।

সেই মামলায় ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার দেখিয়ে সোমবার (৮ আগস্ট) দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।



 

মামলা সূত্রে জানা যায়, বাবা-মায়ের অনুপস্থিতিতে গত ৮ জুন বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর। একইভাবে গত রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে একই কিশোর। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আটক কিশোরকে পুলিশে দেয় এলাকাবাসী।


কিশোরীর মা বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই অন্যের বাড়িতে কাজ করেন। সেই টাকা দিয়েই সংসার চালান। তারা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।


মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুরেই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেইসঙ্গে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



 

Post Top Ad

Responsive Ads Here