‘বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে বঙ্গমাতার ভূমিকা অতুলনীয়’ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৯, ২০২২

‘বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে বঙ্গমাতার ভূমিকা অতুলনীয়’ | সময় সংবাদ

 

"‘বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে বঙ্গমাতার ভূমিকা অতুলনীয়’ | সময় সংবাদ"

চট্টগ্রাম প্রতিনিধি 


চট্টগ্রাম নগর যুবলীগ নেতা এমআর আজিম বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাঙালির অধিকার আদায়ের সব আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকা অতুলনীয়। বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি পাওয়ার জন্য যিনি সহযোগিতা করেছিলেন, তিনি হলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তার জন্মবার্ষিকীতে পঁচাত্তরের শহিদদের আমি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি বলেন, আগস্ট মাস ঢুকলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। আমরা আতঙ্কিত থাকি, আবার কখন ওই শত্রুপক্ষ ছোবল মারছে। আবার কখন নাশকতা চালাচ্ছে। আবার কখন ব্রাশফায়ার করছে।



 

সোমবার দুপুরে নগরের হামজারবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মজীবী নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।


এমআর আজিম বলেন, আজকের দিনে আমাদের শপথ করতে হবে। যারা ৭১ ও ৭৫ সালের খুনিদের মদদ জুগিয়েছে, তাদের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করে। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর এ আজীবন লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন। তিনি এমন এক নারী, যিনি জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন। তার সংসার, তার কর্ম আমাদের জন্য অনুকরণীয়।




Post Top Ad

Responsive Ads Here