"কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী | সময় সংবাদ"
ঠাকুরগাঁও প্রতিনিধি
কিশোরের ফাঁস দিয়ে মৃত্যুর খবর শুনে কিশোরীও আত্মহত্যা করেছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ রায় (১৭) নিজ বাড়িতে ফাঁস দেয়। এর দেড়ঘণ্টা পর ১৪ বছর বয়সী কিশোরী রতœা রানীও তার বাড়িতে ফাঁস দেয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা দুটি ঘটেছে। রতœা সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে। সে দারাজগাঁও হামিদ আলি খান উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। অপরদিকে, একই ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের বর্ম্মনের ছেলে প্রতিপক্ষ রায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
এ ঘটনা নিশ্চিত করে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ছেলেটির আত্মহত্যার খবর পাই। দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কী কারণে তারা আত্মহত্যা করলো এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে কিছু না কিছু যোগসূত্র তো আছে।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে আসলে কী কারণে তারা আত্মহত্যা করল। আপাতত অস্বাভাবিক মৃত্যু বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।