পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বরকল উপজেলা কমিটি গঠিত | সময় সংবাদ
রাঙামাটি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটির বরকল উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার (৭আগস্ট) দুপুর ১২টায় বরকল উপজেলার সুবলং বাজারে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
মোঃ আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, পিসিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার।
আলোচনা শেষে মোঃ আব্দুল জলিলকে সভাপতি, পান্না মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ এমাদুল হক কে সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন মেম্বারকে যুগ্ন সম্পাদক, মোঃ ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আবুল কালাম ভান্ডারীকে সহ-সম্পাদক করে বরকল উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহ জালাল, মহিলা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক ও জেলা সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ।