ফরিদপুর প্রতিনিধি :
এবারের দুর্গাপূজায় ফরিদপুরে জেলায় নয় উপজেলাতে ৮২৯টি পূজার প্রস্তুতি চলছে। শারদীয় র্দুগাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা করেছে ।
রবিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলীর সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার । সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ সুররানন্দাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সাংবাদিক পান্না বালা প্রমুখ ।
সভায় বক্তরা বলেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় শান্তিপূর্ন করতে সকলের সহযোগিতা দরকার। এই উৎসবটি সকলের অংশ গ্রহন মূলক হলে সেটি হবে সমাজের দৃষ্ঠান্ত । প্রতিটি পূর্জামন্ডবকে কেন্দ্র করে যে কমিটি গঠন হবে সেখানে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত করতে হবে। অকারনে উচ্চ স্বরে মাইক বাজানোর ক্ষেত্রে সচেতন হবে। তারা এ সময় ধর্মীয় সংগীত বাজানোর নির্দেশনা সহ মাদকের ব্যবহার বন্ধের সুপারিশ জানান প্রশাসনের কাছে।