ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে | সময় সংবাদ

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

প্রায়াত সংসদ উপনেতা ও ফরিদপুর ২ আসনের এমপি সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে । আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।


উল্লেখ্য জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে ৯০ দিন পূর্ণ হওয়ার পূর্বেই ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। ৯০ দিন পূর্ণ হবে আগামী ৯ ডিসেম্বর।তার আগেই নির্বাচনের ঘোষনা দিয়েছেন নির্বাচন কমিশন।



Post Top Ad

Responsive Ads Here