সঞ্জিব দাস, ফরিদপুর :
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে জেলা পরিষদের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক অতুল সরকারের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ নিয়ে এ পর্যন্ত মোট তিনজন চেয়ারম্যান পদে তাদের প্রার্থীতা জমা দিলেন।
এ বিষয়ে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার শেষ দিনে এ পর্যন্ত নমিনেশন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭জন এবং সাধারণ সদস্য পদে ২০ জন। তিনি বলেন আগামী ১৭ ই অক্টোবরে নির্বাচনে ১১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন চেয়ারম্যান, তিনজন সংরক্ষিত মহিলা সদস্য ও নয় জন সাধারণ সদস্য নির্বাচন করবেন।