ফরিদপুর শহর ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ | সময় সংবাদ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া ও পুরাতন কমিটি ভেঙে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মঙ্গলবার(২৭ শে সেপ্টেম্বর) দুপুর তিনটারদিকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগ শহর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূত অগণতান্ত্রিক ভাবে রাতের আধারে ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। তারা বলেন কোন কমিটি গঠন করার আগে নেতাকর্মীদের কাছে সিভি নেওয়া হয়। কিন্তু ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তা না করে রাতের আধারে পকেট কমিটি দেওয়া হয়। কিন্তু আমরা এই অবৈধ কমিটি মানি না। বক্তারা অবিলম্বে এই অবৈধ কমিটি ভেঙে দেয়ার দাবি জানান।