কুয়াকাটায় জালে ধরা পড়লো ৩ মন ওজনের বিরল প্রজাতির পাখি মাছ | সময় সংবাদ |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহাসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের বিরল প্রজাতির ৩ টি পাখি মাছ বা সেইল ফিস। রবিবার গভীর রাতে সাগরের ৪০ বাম এলাকায় মাছ ৩ টি ধরা পড়ে। সোমবার বিকেলে মাছগুলো মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়।
কুয়াকাটায় জালে ধরা পড়লো ৩ মন ওজনের বিরল প্রজাতির পাখি মাছ | সময় সংবাদ |
এসময় মাছ ৩ টি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপক‚লে এ মাছের চাহিদা না থাকায় মাছগুলো ২০ হাজার টাকায় কিনে নামের এক মৎস্য ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এধরনের মাছগুলো সাধরন গভীর সাগরে বিচরন করে। মাছগুলো খুবই দ্রুতগামী হয়।