ফরিদপুরে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভায় যুবলীগের হামলা,আহত অর্ধশত |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে আজ বুধবার বিকেলে শহরের অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাকর্মীদের ওপর যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান ফরিদপুরের যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে দাবি করেছেন ।তিনি আরো জানান,আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু নেতাকর্মীকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, জেলা শহরের অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলছিল। এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিকেল ৪ টায় স্বেচ্ছাসেবকদলের এ কর্মীসভা শুরু হওয়ার ১৫ মিনিট পরেই যুবলীগের একটি গ্রুপ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ,কে আজাদ বাদশা, ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল তালুকদারসহ অন্তত ৫০t জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবকদলের নেতারা।
হামলার ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারের জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে ইচ্ছুক না বলে জানান।