সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুর এলজিইডিতে জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনার অংশ হিসেবে অংশীজন নিয়ে অনলাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর এলজিইডির কার্যালয়ের সম্মেলন কক্ষে এলজিইডির প্রধান অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে অনলাইন জুমে বাংলাদেশ এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্নমত কুমার হালদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে.এম.ফারুক হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি। এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সাংবাদিক, ঠিকাদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন জুম মিটিংয়ে ফরিদপুর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রধানরা যোগ দিয়ে বক্তব্য রাখেন।