সালথা শিক্ষক সমিতির নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন |
সালথা প্রতিনিধি:
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শপথ গ্রহণ সম্পন্ন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলার শাখার নবগঠিত কমিটির সকল নেত্রীবৃন্দ।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলার শাখার নবগঠিত কমিটির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শপথ গ্রহণ সম্পন্ন করেন।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শপথ গ্রহণের সময়,শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির প্রধান উপদেষ্ঠা মোঃ রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি এবি এম,শামসুল আলম,কাওছার তালুকদার, আকরাম হোসেন,সহ-সভাপতি অনন্ত কুমার বিশ্বাস, গোপাল চন্দ্র দাস,আইয়ুব আলী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সঞ্চায় কর, আছাদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক এসকেন্দার আলী,মুজাহিদুজ্জামান সহ সমিতির সকল নেত্রীবৃন্দ।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১২ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলার শাখার নবগঠিত কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাইনুল ইসলাম কে সভাপতি ও জাহিদুর রহমান জাহিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।