ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবক আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবক আটক | সময় সংবাদ

ফরিদপুরে ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী যুবক আটক | সময় সংবাদ


প্রতিনিধি ফরিদপুর/সময় সংবাদ:

ফরিদপুরে আহসান বিশ্বাস (৩২) নামে এক ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

আজ শুক্রবার(২৩শে সেপ্টেম্বর)  দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে ওই ভূয়া সিআইডি পুলিশ পরিচয়ধারী ওই যুবককে আটক করা হয়।আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে। 


স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার কথা বলে টাকা দাবী করে। নিজেকে তখন সে সিআইডি পুলিশ দাবি করেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।



কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভূয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামের এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


মোঃরিফাত ইসলাম

Post Top Ad

Responsive Ads Here