সালথায় সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা শফিকুর রহমান, আলমগীর হোসেন, বুলবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশে জামায়াত-বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঠে থেকে এই নৈরাজ্য প্রতিবাদ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকার জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই শুধুমাত্র দেশের উন্নয়ন হয়।