ইঁদুর মারার ঔষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে ফিরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম চার সন্তানের জননী এবং উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের রফিক মোল্যার স্ত্রী।
নিহতের ছোট মেয়ে শামীমা বলেন, মা মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ইঁদুর মারার ঔষধ খান। বিষয়টি টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় মারা যান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রোগীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক এবং লাশ উদ্ধারকারী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।