সালথায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন | সময় সংবাদ |
সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকার স্বীকৃত ঔষধ ব্যাবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ফরিদপুরের সালথা উপজেলা শাখার সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সালথা উপজেলা শাখার সভাপতি মো.শাহজাহান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্চু, সালথা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, ফরিদপুর সুপার মার্কেটের ঔষুধ ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী, ফরিদপুর শহর আওয়ামী লীগের সদস্য নাদিম হোসেন, পল্লী চিকিৎসক আবু কাইয়ুম মিয়া প্রমূখ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান।
সভায় বক্তারা বলেন, এম আর পি রেটে ফরিদপুর জেলাসহ সারাদেশে ঔষধ ব্যবসায়ীদের ঔষধ বিক্রি করতে হবে।