কুষ্টিয়ায় শিক্ষক রেজাউল'র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

কুষ্টিয়ায় শিক্ষক রেজাউল'র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ | সময় সংবাদ

 

কুষ্টিয়ায় শিক্ষক রেজাউল'র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ | সময় সংবাদ

মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১০ম শ্রেণির ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং সকালে প্রাইভেট পড়ানোর সময়  অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম তাকে যৌন হয়রানি করে বলে জানা যায়। 


যৌন হয়রানির শিকার ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের কাছে বিকেলের ব্যাচে সে প্রাইভেট পড়ত।এসএসসি পরীক্ষার কারনে  ছাত্রীকে সকালের ব্যাচে আসতে বলেন শিক্ষক রেজাউল করিম। গত ১৭ সেপ্টেম্বর ছাত্রীটি সকালে পড়তে আসে এবং তার প্রাইভেট পড়তে আসতে দেরি হওয়ার পরও দ্রুত ছুটি না দিয়ে অতিরিক্ত পড়া দিয়ে  ছাত্রীটিকে দেরি করান রেজাউল। এক পর্যায়ের সব শিক্ষার্থীরা চলে গেলে শিক্ষক ছাত্রীটির শরীরে হাত দেওয়া সহ নানা ভাবে যৌন হয়রানি করেন। বাড়ি ফিরে ছাত্রী  তার পরিবারকে বিষয়টি জানায়। এবং পরে তারা উপজেলা নির্বাহী  কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।


এদিকে উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে ওই ছাত্রীর বাবা মা আত্নগোপন করে আছেন। একাধিক বার মোবাইলে কল দিলেও তারা ফোন রিসিভ করছে না। বাড়ি গিয়ে ডাকাডাকি করেও সারা মেলেনি। ছাত্রীর বাবা ও মা’র মুঠোফোন সব সময় চালু আছে। ছাত্রীর পরিবারের সাথে সম্পৃক্ত একটি সূত্র বলছে, যেকোন অদৃশ্য কারণে তারা আত্মগোপনে রয়েছেন। এটি সামাজিক ভীতিও হতে পারে।


বিষয়টি জানতে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি ও বাসায় যেয়েও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে খোকসা থানার ওসি  সৈয়দ আশিকুর রহমান ‘সময় সংবাদ’ প্রতিনিধি'কে জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রিপন বিশ্বাস ‘সময় সংবাদ’ প্রতিনিধি'কে জানান, দশম শ্রেণীর ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে সোমবার স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



Post Top Ad

Responsive Ads Here