![]() |
সাফজয়ী ৫ পাহাড়ী কন্যাকে রাঙ্গামাটিবাসীর বীরোচিত সংবর্ধনা | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:
হাজারো পাহাড় বাসীর ফুলেল শুভেচ্ছা সিক্ত হলো প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার। রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই, আনুছিং, রুপনা, ঋতুপর্ণা ও মনিকাকে বীরোচিত এ সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাঙ্গামাটি জেলা পরিষদ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে বিরোচিত সংবর্ধনা অনুষ্ঠানে নগদ অর্থ, ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
![]() |
সাফজয়ী ৫ পাহাড়ী কন্যাকে রাঙ্গামাটিবাসীর বীরোচিত সংবর্ধনা | সময় সংবাদ |
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার অধিনায়ক কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আশিকুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ রাঙ্গামাটির সর্বস্তরের প্রশাসন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে ঘাগড়া স্কুল থেকে তাদেরকে ছাদখোলা গাড়িতে চড়িয়ে রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয়। এ সময় রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে স্থানীয় গ্রামবাসী খেলোয়াড়দের ফুল ছিটিয়ে উষ্ণ অর্ভথনা জানান। প্রায় ২ ঘন্টা ছাদ খোলা বাসে চড়ে রাঙ্গামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এসে বিজয় মিছিল শেষ হয়। এ সময় খেলোয়াড়রা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
![]() |
সাফজয়ী ৫ পাহাড়ী কন্যাকে রাঙ্গামাটিবাসীর বীরোচিত সংবর্ধনা | সময় সংবাদ |
পরে বিকেল ৫ টায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বিজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলারকে ফুল দিয়ে বীরোচিত সংবর্ধনার স্থলে বরণ করে নেয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও স¤প্রীতির নৃত্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী মিডফিল্ডার ঋতুপর্ণ চাকমা খেলোয়াড়দের পক্ষে বলেন, এতো বড়ো আয়োজন আমাদের মুগ্ধ করেছে। রাঙ্গামাটির মানুষ যে আমাদের এতো ভালোবাসে তা আমরা কল্পনা করতে পারিনি। রাঙ্গামাটি জেলা পরিষদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই হাজার হাজার মানুষের মাঝে রেখে আমাদেরকে সংবর্ধিত করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা দেখিয়ে দিয়েছে তারা কোন ভাবেই পিছিয়ে নেই। রুপনা চাকমা যেভাবে গোলবারকে পাহাড়া দিয়ে দেশের জন্য সোনা নিয়ে এসেছে তা আমাদের জন্য বড়প্রাপ্তি। পার্বত্য রাঙ্গামাটির ও পার্বত্য অঞ্চলের জন্য প্রাপ্তি। তিনি বলেন, তোমাদের চলার পথ এখানে যাতে থেমে না যায়। আগামীতে বিশ^কাপ জয় করে নিয়ে আসতে হবে। দীপংকর তালুকদার বলেন, জাতির পিতার কন্য শেখ হাসিনা নারী তাই নারীদের তিনি প্রাধান্য দিয়েছেন। বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তিনি প্রমান করে দিয়েছেন নারীদের সুযোগ দিলে তারা দেশের জন্য কিছু করতে পারে।
উল্লেখ্য, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে মগাছড়ি এলাকায় সাফ জয়ী খেলোয়ার ঋতুপর্ণা চাকমার বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই শতাধিক গ্রামবাসী তাদের প্রায় ৩ কিলোমিটার পথ মশাল জ্বালিয়ে বরণ করে নেন।
পার্বত্য জেলার পাঁচ ফুটবলারের মধ্যে রূপনা ও ঋতুপর্ণার বাড়ি রাঙ্গামাটিতে আর মনিকা, আনাই ও আনুচিংয়ের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তারা সবাই রাঙ্গামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।