ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ | সময় সংবাদ
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে আজ সোমবার(২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রার্থীদের মাঝে ফরিদপুর জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার কক্ষে প্রতীক বরাদ্দ দেন।তিনি জানান,উক্ত নির্বাচনে প্রশাসক পদে মোট চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিল। এদের মধ্যে প্রফেসর মোঃ আব্দুল আজিজ তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন- আনারস প্রতিক। মোঃ শাহাদাৎ হোসেন- চশমা প্রতিক। মোঃ নুর ইসলাম সিকদার- মোটরসাইকেল প্রতিক নিয়ে উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন তাদের প্রতীক গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এই নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে ১১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনকে ঘিরে প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীগন পোষ্টার,ব্যানার ফেস্টুন ছাপানোর কাজে নেমে পরেছেন। সমর্থকগন প্রার্থীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাচ্ছেন ও অভিনন্দন জানাচ্ছেন।