সালথায় সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

সালথায় সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ | সময় সংবাদ

 

সালথায় সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ | সময় সংবাদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রবাসীর বিরুদ্ধে। 


খোজ নিয়ে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের বাসিন্দা মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে কাতার প্রবাসী মোঃ আলহাজ্ব ভুইয়া তার বাড়ির পাশের একটি সরকারি হালটের বেশ কিছু জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে।এতে করে হালট দিয়ে চলাচলকারী স্থানীয়রা পড়ে চরম ভোগান্তিতে ।


এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী হানিফ শেখের পুত্র আরিফ শেখ বাদি হয়ে স্থানীয় ২১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন।



অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার বলেন (২৫ সেপ্টেম্বর) ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে জায়গাটি পুনরায় পরিমাপ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছাড়তে নির্দেশ দেন।


এ ব্যাপারে অভিযুক্তের বড়ভাই মহিউদ্দিন ভুইয়া বলেন, এ জায়গাটি পূর্ব থেকেই আমাদের। হটাৎ স্থানীয় কয়েকজনের কথা অনুযায়ী সরকারি লোকজন এসে জায়গাটি মেপে আমাদের ঘর নির্মান করতে নিষেধ করেন। তারা জানান এটা নাকি সরকারি জায়গা।


ভুক্তভোগীদের পক্ষে আরিফ শেখ বলেন, স্থানীয় প্রভাবশালী আলহাজ্ব ভুইয়া আমাদের গ্রামের চলাচলের রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মান শুরু করেন। এতে আমরা চরম ভোগান্তিতে পড়ি। তাই সকলের পরামর্শ অনুযায়ী আমরা ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।


গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। খুব শীগ্রই আমরা এর একটি সঠিক সমাধান করে দিবো।


সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছা. তাছলিমা আকতার বলেন, অভিযোগ পেয়ে আমাদের সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পুনরায় পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঐ স্থানের নির্মান কাজ বন্ধ করা হয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post Top Ad

Responsive Ads Here