ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের কমিটি গঠন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের কমিটি গঠন | সময় সংবাদ



ফরিদপুর জেলা হিন্দু যুব পরিষদের কমিটি গঠন | সময় সংবাদ


ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর জেলা যুব পরিষদের সাবেক সভাপতি সুমন মন্ডলকে আহব্বায়ক ও সদরপুর উপজেলার সাবেক সভাপতি পবিত্র চক্রবর্তীকে সদস্য সচিব নির্বাচত করে ৫১ সদস্যের জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। 


২৫শে সেপ্টেম্বর ২০২২ সভাপতি গোপাল কর্মকার ও সাধারণ সম্পাদক বিলাশ বিশ্বাসের যৌথ স্বাক্ষরে এ অনুমোদন গৃহীত হয়।  হিন্দু পরিষদ কেন্দ্রীয় মুখপাত্র এডভোকেট সুমন কুমার রায় প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 


এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তী শান্ত কে যুগ্ন আহব্বায়ক ও সাংগঠনিক সম্পাদক রিদয় কুমার দাসকে যুগ্ন সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। 


সিনয়র যুগ্ন আহব্বায়ক পদে আছেন সুব্রত মন্ডল, মানব কুমার সরকার, রিদপন মন্ডল ও রতন টিকাদার। 


যুগ্ন আহব্বায়ক পদে আছেন অরুপ কুমার মিত্র, তরুন পাল, আকাশ সাহা, বিকাশ অধিকারী, অনুপ ঘোষ, পিয়াস সূত্রধর, চায়না রানী সাহা।


যুগ্ন সদস্য সচিব পদে আছেন মিঠুন ভদ্র, সুরঞ্জন সরকার, কুশল বাইন, চন্ডিদাস বিশ্বাস, বিকাশ বসু, লক্ষন মন্ডল, কল্লোল বিশ্বাস, শিবু শিল, বিকাশ সরকার। 


জেলার মোট ০৯টি উপজেলার সমন্বয়ে আহব্বায়ক কমিটি করা হয়েছে বলে নব নির্বাচিত সদস্য সচিব নিশ্চিত করেছেন। 


সংগঠনটি আগামীতে হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ে কাজ করবে বলে প্রত্যাশা সকলের।


Post Top Ad

Responsive Ads Here