![]() |
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | সময় সংবাদ |
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সহস্রাইল চৌরাস্তায় বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ।
শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. কামরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্রাফিল মোল্লা, বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের সদস্য মো:মজনু মিয়া, শেখর ইউনিয়ন চেয়ারম্যান মো:কামাল আহমেদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি,সাবেক ছাত্রনেতা রাহাদুল আক্তার।
শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিকদার মনির হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়সাল আহম্মেদ রবিন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামরুল সিকদার ও সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল,সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন তুষার, মোঃ রবিউল ইসলাম খান, দপ্তর সম্পাদক ওহিদুর হক উজ্জল, প্রচার সম্পাদক শেখ মো. আনিচুজ্জামান আনিস প্রমুখ।
শেখর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী আবেদন করেন।
সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৯টায় খন্দকার রেজাউল করিমকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে সহ সভাপতি, মোঃ রুহুল আমীনকে সাধারণ সম্পাদক, খোকন কাজীকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রফিক শেখকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।