আ'লীগের প্রার্থীর সমর্থনে সালথায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২

আ'লীগের প্রার্থীর সমর্থনে সালথায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় | সময় সংবাদ

আ'লীগের প্রার্থীর সমর্থনে সালথায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় | সময় সংবাদ


শরিফুল হাসান,সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: ফারুক হোসেনের সমর্থনে সালথা উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 


সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, জেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: ফারুক হোসেন, ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়াদ মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ঝর্না হাসান, মহিলা আওয়ামী নেত্রী আইভি মাসুদ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ আরো অনেকে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়ার সঞ্চালনায় এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ের জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেনের জন্য জনপ্রতিনিধিদের কাছে ভোট কামনা করেন।



Post Top Ad

Responsive Ads Here