শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ | সময় সংবাদ

 

শনিবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ | সময় সংবাদ

স্পোর্টস ডেস্ক,সময় সংবাদ:

কাতার বিশ্বকাপ শুরুর আগে জাতীয় ফুটবল দলগুলো শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলতে নামছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় নিজেদের দুই ম্যাচের প্রথমটি খেলতে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস।


এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ছয় বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকের দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।



এই ম্যাচের আগে সরাসরি একাদশ ঘোষণা করেননি আর্জেন্টাইন কোচ। তবে কে কোন পজিশনে খেলতে পারেন সে বিষয়ে প্রচ্ছন্ন ধারণা দিয়েছেন স্কালোনি। গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে মার্কোস আকুনার বদলে নিকোলাস তাগলিয়াফিকোর থাকার সম্ভাবনা বেশি।


এছাড়া এনজো ফার্নান্দেজ ও জিওভানো লো সেলসোর মধ্যে কাকে খেলাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্কালোনিকে। সময়মতো ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে যেতে পারেননি ক্রিস্টিয়ান রোমেরো। ফলে এ তারকা ডিফেন্ডারকে ছাড়াই লিওনেল মেসির দলকে নামতে হবে।


রোমেরো না পেলেও সময়মতো দলের সঙ্গে যোগ দিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। তার সঙ্গে জার্মান পেজ্জেল্লা ও ফাকুন্দো মেদিনা রক্ষণ সামলানোর দিকে মন দেবেন। ইনজুরির কারণে এই ম্যাচে নামানো হবে না ফরোয়ার্ড নিকোলাস গনজালেজকে।


এর বাইরে আক্রমণে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সম্ভাবনা রয়েছে। যে কারণে ফর্মে থাকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। আগেই নিশ্চিত করা হয়েছে, হন্ডুরাস ও জ্যামাইকা- দুই দলের বিপক্ষেই শুরু থেকে খেলবেন মেসি।


হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:


এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, পাওলো ডিবালা, লউতারো মার্টিনেজ ও হোয়াকিন কোরেয়া।

Post Top Ad

Responsive Ads Here